Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২১

গণশুনানি

গত ২১ শে জুন ২০২১ তারিখ সকাল ১১:০০ টায় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)-র  কার্যক্রম/সেবা বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানি অনলাইনে অনুষ্ঠিত হয়। উক্ত শুনানিতে উপস্থিত ছিলেন স্পারসোর চেয়ারম্যান ও সরকারের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান। গণশুনানিতে বিভিন্ন স্তরের নাগরিকসহ স্পারসোর অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। স্পারসোর কার্যক্রম ও গবেষণা সম্পর্কিত এবং নাগরিক সেবার বিষয়ে বিভিন্ন প্রশ্নের আলোকে স্পারসো’র চেয়ারম্যান বিস্তারিতভাবে গণশুনানিতে তুলে ধরেন। তিনি স্পারসো’র নিজস্ব স্যাটেলাইট সম্পর্কিত প্রকল্প নেওয়া, স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা, নতুন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন স্থাপন ও স্পারসো’র বিদ্যমান সুযোগ-সুবিধার ব্যাপারে অনলাইনে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন। গণশুনানিতে অংশগ্রহণকারীগণ স্পারসো’র কার্যক্রম, সুনাম ও কর্মপরিধি বৃদ্ধি মর্মে বিভিন্ন মতামত প্রকাশ করেন।